বাংলাদেশ সরকারের ‘ভিশন ২০২১ রূপকল্পে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে জনগণের দোরগোড়ায় সেবা এই স্লোগানকে সামনে রেখে গত ১১/১১/২০১০ খ্রিঃ তারিখ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন(এটুআই) প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য-প্রযুক্তি ভিত্তিক কেন্দ্র ‘ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র(ইউআইএসসি)’ উদ্বোধন করেন। সরকারী নির্দেশনা মোতাবেক সিংহশ্রী ইউনিয়ন পরিষদ অফিসেও একটি তথ্য ও সেবা কেন্দ্র গড়ে তোলা হয়। ফলে এই তথ্য ও সেবা কেন্দ্র থেকে ইউনিয়নের সাধারণ জনগণ তাদের প্রয়োজনীয় নাগরিক সনদ ছাড়াও বিভিন্ন তথ্য প্রযুক্তি বিষয়ক সেবা গ্রহণ করতে পারছে। এই কেন্দ্রের সেবার পরিধি দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। সরকারের ডিজিটাল সেবা প্রদানের নির্দশনার প্রক্ষিতে ইউপি নিজ উদ্দ্যোগেও সকল ধরনের সেবা অনলাইন ভিত্তিক করার চেষ্টা অব্যাহত রেখেছে।